¡Sorpréndeme!

Kashmir News Update: পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে উড়ল ৩ লস্কর জঙ্গির বাড়ি | ABP Ananda LIVE

2025-04-26 0 Dailymotion

ABP Ananda LIVE: পহেলগাঁও হামলার প্রত্যাঘাত। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে উড়ল ৩ লস্কর জঙ্গির বাড়ি।  এই ৩ জনই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান।  গতকাল রাতে পুলওয়ামার মুরানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় লস্কর-ই-তৈবার জঙ্গি এহসান-উল- হক শেখের বাড়ি। বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয় কুলগামের মাতালহামায় আরেক লস্কর জঙ্গি জাকির আহমেদ গণিয়ার বাড়িও। সোপিয়ানের চটিপোরায় । আরেক লস্কর জঙ্গি শহিদ আহমেদ কুতেইয়ের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ত্রাল ও বিজবেহারায় দুই জঙ্গি আসিফ আহমেদ শেখ এবং আদিল গুরুর বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়।